ব্রায়ান ট্রেসি বরতমানে বিশ্বের একজন প্রথম সারির পেশাদারী বক্তা আর প্রশিক্ষক। প্রতি বছর উনি নেতৃত্ব, কৌশল, বিপণন, এবং ব্যাক্তিগত আর ব্যবসায়িক সাফল্যের ওপরে ২,৫০,০০০র বেশী নারী পুরুষকে সম্বোধন করে থাকেন। ব্রায়ান বাণিজ্য, মনস্তত্ত্ব, ব্যবস্থাপনা, বিপণন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি,দ্শনশাস্ত্র আর ধর্মের একজন একনিষ্ঠ ছাত্র। উনি সারা বছরে বিশ্বব্যাপী একশোটারও বেশী বতৃতা দেন আর সেমিনার কেন আর তার মধ্যে উনি হাস্যরস, অন্তর্দৃষ্টি, তথ্য আর অনুপ্রেরণার এক সুন্দর মিশেল তৈরি করে পরিবেশনা করেন। ব্রায়ান মনে করেন যে প্রতিটা মানুষের মধ্যে অসাধারণ সুপ্ত ক্ষমতা রয়েছে যেটা সেই মানুষের জাগত্র করা উচিৎ যার সাহায্য সেই মানুষ কয়েক মাস বা কয়েক বছরে এতটা অর্জন করে ফেলবেন যা অন্যান্য সাধারণ মানুষে নিজের সারা জীবনে অর্জন করতে পারেন না। ব্রায়ান হচ্ছেন ব্রায়ান ট্রেসি আন্তর্জাতিকের কর্ণধার। ব্রায়ান ট্রেসি আন্তর্জাতিক হল একটি মানব সম্পদ উন্নয়নের কোম্পানি যেটি সলানা বিচ, ক্যালিফোর্নিয়াএ অবস্থিত। উনি পঞ্চাশটা বই লিখেছেন আর চারশোটারও বেশী অডিও আর ভিডিও ট্রেনিং প্রোগ্রাম প্রকাশ করেছেন। ওঁর নানা জিনিস ছত্রিশটা ভাষায়ে অনুবাদ করা হয়েছে আর চুয়ান্নটা দেশে সেইসব ব্যবহার করা হয়। ব্রায়ান নিজের স্ত্রী আর চার সন্তান নিয়ে সলানা বিচ ক্যালিফোর্নিয়াএ থাকেন। উনি সামাজিক নানা বিষয়ে বেশ সক্রিয় আর অনেক অলাভজনক সংস্থার সাথে উনি পরামর্শকারী হিসেবে জড়িত।. Read more