বাংলা সাহিত্যের আঙিনায় সায়ন্তনী পূততুণ্ড খুব বেশিদিন হল পদার্পণ করেননি| কিন্তু ভাষার বলিষ্ঠতা দিয়ে, আর নির্মম-অথচ-সাবলীল গল্প বলে পাঠকের শ্রদ্ধা ও কৌতূহল (পরের লেখাটা কী নিয়ে?) আকর্ষণ করতে তিনি সক্ষম হয়েছেন| তাঁরই পাঁচটি রহস্য গল্প/বড়োগল্প-র সংকলন এই সুমুদ্রিত ও সুসম্পাদিত বইটি|
বহুরূপী: যে বিষয় নিয়ে এই নভেল্লা, সেটি নিয়ে ছোটোদের জন্যে না লিখে বড়োদের জন্যে লিখলেই বোধহয় ভালো হত, কারণ রচনাকার সেক্ষেত্রে অপরাধীকে নির্মাণ করার জায়গায় অনেক বেশি স্বাধীনতা পেতেন| তাছাড়া ড্যান ব্রাউন গোছের জিনিস বাংলা রহস্যে আগ্রহ বা উদ্দীপনা না জাগিয়ে হাই তোলায় ।