Free
খুট করে কিসের যেনো একটা শব্দে ঘুমটা ভেঙে গেলো। আজকাল এই এক রোগ হয়েছে। যত বয়েস বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক নাহলে আরো কেমন গা শিরশির করে বারবার ঘুমটা ভেঙ্গে যায়। কিন্তু আওয়াজ টা কিসের হলো।